Home » Bengali News » কেন পুরনো অ্যাপার্টমেন্ট ভাড়ায় দিতে হল সইফ-করিনাকে!

কেন পুরনো অ্যাপার্টমেন্ট ভাড়ায় দিতে হল সইফ-করিনাকে!

Saif Ali Khan Rents Out His Apartment: ফরচুন হাইটের অ্যাপার্টমেন্ট ভাড়ায় দিয়ে দিলেন সইফ আলি খান ও করিনা কাপুর। তাবলে এটা ভেবে বসবেন না, টাকা পয়সার টানাটানি চলছে তাঁদের। আসলে কিছুদিন আগেই ফরচুন হাইটস-এর কাছেই আরও এক বিলাসবহুল এবং বড় অ্যাপার্টমেন্টে শিফট করেছেন সইফ-করিনা। ফাঁকা পড়ে রয়েছে পুরনো ফ্ল্যাট। তাই সেটি ভাড়ায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খান দম্পতি। আপাতত যা জানা গিয়েছে ১৫ লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট এবং মাসে সাড়ে তিন লাখ টাকা ভাড়ায় ১৫০০ স্ক্যোয়ার ফুটের এই ফ্ল্যাট দিচ্ছেন সইফ আলি খান। তিন বছরের জন্য চুক্তি হয়েছে। তবে প্রতি বছরই ভাড়া বাড়ানো হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

২০১২ সালে Saif Ali Khan এবং Kareena Kapoor-এর রেজিস্ট্রি বিয়ে এই Fortune Heights-এর অ্যাপার্টমেন্টেই হয়েছিল। উপস্থিত ছিলেন নিকট বন্ধুবান্ধব এবং পরিবার। এত বছর এখানেই থেকেছেন তাঁরা। এই বাড়িতেই স্বাগত জানিয়েছেন প্রথম সন্তান তৈমুরকে। তবে জেহ হওয়ার আগেই নতুন অ্যাপার্টমেন্টে শিফট করে যান সইফ-কিরনা। নতুন ফ্ল্যাটে একদিকে যেমন তৈমুরের জন্যে আলাদা ঘর থাকছে, তেমনই থাকছে জেহ-র জন্যে তৈরি নার্সারি। রয়েছে ল্যান্ডস্কেপড ওপন স্পেস, আউটডোর এরিয়া, খোলা ছাদ এবং সুইমিং পুলও।

EXCLUSIVE! করিনা-সইফের ছেলে Jehangir-এর প্রথম ঝলক
Kareena Kapoor On Breastfeeding: ‘দু’সপ্তাহ মাতৃদুগ্ধ পায়নি আমার তৈমুর!’ যন্ত্রণার কথা শেয়ার করিনারই
প্রেগনেন্সির সময়ে সইফের সঙ্গে শারীরিক সম্পর্ক! অকপট করিনা কাপুর
এই মুহূর্তে দুই ছেলেকে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন Saif-Kareena। সেখানেই ৫১ তম জন্মদিন সেলিব্রেট করেন সইফ। এবছর জন্মদিনে কোনও হইহল্লা চাননি নবাব। বরং মলদ্বীপের প্রাইভেট আইল্যান্ডে পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটানোই ছিল তাঁর প্রধান লক্ষ্য।

আগামীদিনে সইফ আলি খানকে দেখা যাবে হরর কমেডি Bhoot Police-এ। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন Arjun Kapoor, Yami Gautam এবং Jacqueline Fernandez। এছাড়া তিনি রয়েছেন প্রভাস ও কৃতী স্যাননের সঙ্গে মাইথোলজিকাল ড্রামা Adipurush-এও।


Source link

x

Check Also

রাজ্যের অর্থনীতিতে কেমন প্রভাব দুর্গাপুজোর? রিপোর্ট ব্রিটিশ কাউন্সিলের

Durga Puja 2021: পাঁচ দিনের পুজোর প্রত্যেক সন্ধ্যায় অন্তত ঘণ্টাখানেক জমজমাট অনুষ্ঠান, খাওয়া দাওয়ার বৈচিত্র্যের ...