Home » Bengali News » পরকীয়ায় মজে স্বামী! ‘মতিভ্রম’ কাটাতে বেল্ট দিয়ে উত্তম-মধ্যম স্ত্রীর

পরকীয়ায় মজে স্বামী! ‘মতিভ্রম’ কাটাতে বেল্ট দিয়ে উত্তম-মধ্যম স্ত্রীর

হাইলাইটস

  • পরকীয়ায় মজে স্বামী।
  • হাতে নাতে স্বামী এবং স্বামীর প্রেমিকাকে ধরেই ‘রণমূর্তি’ ধারণ করলেন স্ত্রী।
  • স্বামীর বেল্ট দিয়ে তাঁকেই বেধড়ক পেটালেন।

এই সময় ডিজিটাল ডেস্ক: পরকীয়ায় মজে স্বামী। হাতে নাতে স্বামী এবং স্বামীর প্রেমিকাকে ধরেই ‘রণমূর্তি’ ধারণ করলেন স্ত্রী। স্বামীর বেল্ট দিয়ে তাঁকেই বেধড়ক পেটালেন। বাদ গেল না স্বামীর প্রেমিকাও। পরে তাঁদের থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার সুভাষপল্লিতে। সূত্রের খবর, ১৬ বছর আগে ভালোবেসে কাঁকসার রথতলার শিল্পীকে বিয়ে করেছিলেন পানাগড় গ্রামের বাসিন্দা তারাপ্রসাদ মণ্ডল। প্রথম ৬ বছর সুখে শান্তিতেই ঘর সংসার করছিলেন তাঁরা। কিন্তু বিপত্তির শুরু হয়, ১০ বছর আগে। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই বাড়িতে আসতেন না তারাপ্রসাদ। অন্য এক মহিলার সঙ্গে সংসার পেতেছেন তিনি, এমনই খবর পেয়েছিলেন লোকের মুখে।

বরের বন্ধুদের উপহার দেখে চটে লাল নতুন বউ, ছুঁড়ে ফেলে দিলেন উপহার, তুমুল ভাইরাল ভিডিয়ো
সেই খবর পেয়েই বিকেলে স্বামীর ঠিকানায় হানা দেন শিল্পী। সেখানে স্ত্রী এবং ওই মহিলাকে হাতেনাতে পাকড়াও করেন তিনি। এরপরেই কার্যত ‘রণমূর্তি’ ধারণ করেন। স্বামীর বেল্ট নিয়ে তাঁকে বেধড়ক মারতে থাকেন। রেহাই পাননি ওই মহিলাও। তাঁকেও মারধর করেন শিল্পী। তিনি জানান, একদিন স্বামীকে ফোন করেছিলেন ওই মহিলা। সেই ফোন তোলায় তাঁকে বেল্ট দিয়ে মেরেছিলেন স্বামী। তারই বদলা নিলেন তিনি।

হঠাৎ মহিলার সাজে পাকিস্তান ক্রিকেট তারকা, ভাইরাল ভিডিয়ো
এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। তারাপ্রসাদ এবং তাঁর প্রেমিকাকে নিয়ে যাওয়া হয় থানায়। পরে অবশ্য তাঁদের ছেড়েও দেয় পুলিশ। ইতিমধ্যেই শিল্পীর হাতে তাঁর স্বামীর মার খাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


Source link

x

Check Also

সফল হওয়া সত্ত্বেও ক্রিকেটের মেয়েরা উপেক্ষিত

হাইলাইটস কয়েক মাস আগেই ব্রিসবেন-এ ঐতিহাসিক টেস্ট জয়ের পর আহমেদাবাদে বাজি পুড়ল। ঋষভ পন্থের উইনিং ...